ভারতের অযাচিত হস্তক্ষেপ নিয়ে যা বললেন আসিফ নজরুল

- Update Time : ০১:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০১ Time View
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলকারনাইন সায়েরের একটি পোস্ট শেয়ার করেছেন।
যেখানে তিনি উল্লেখ করেন, এই তো গতবছরের জানুয়ারি মাসের কথা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বেশ দৃঢ়তার সঙ্গেই বলেছিলেন, ‘বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়।’
শুধু গত নির্বাচনই না, ২০১৪, ২০১৮ এর বিতর্কিত, একতরফা, রিগড নির্বাচনকেও ভারত স্বীকৃতি দেয় এবং একই ধরনের বিবৃতি দেয়। কখনোই দেশটি এসব পাতানো নির্বাচনের সমালোচনা করেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেই পাশ কাটিয়ে গেছে।
তাহলে যখন ধানমন্ডি ৩২ -এ শেখ মুজিবর রহমানের বাসভবন দেশের সংক্ষুদ্ধ জনগণ গুঁড়িয়ে দেয়, তখন কেন তাদের মনে হয় বিষয়টি নিন্দনীয়? এ বিষয় বিবৃতি প্রদানেও তাদের কোনো সংকোচ হয় না। আচ্ছা, তখন কি তাদের একবারের জন্যও মনে হয় না যে ধানমন্ডি-৩২ ঢাকায় অবস্থিত, দিল্লিতে নয়। ওই নির্বাচনের মতো, এ বিষয়টিও বাংলাদেশের অভ্যন্তরীণ? এবং এর মাধ্যমে ভারত সরকার আবারো স্টাবলিশ করলো বাংলাদেশের জনগণের অধিকার নয়, আওয়ামী কাল্টই তাদের কাছে গুরুত্বপূর্ণ।
আইন উপদেষ্টার শেয়ার করা পোস্টটি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে বেশিরভাগই উপদেষ্টার সঙ্গে একমত পোষণ করে ভারতের সমালোচনা করেন। এ নিউজ লেখা পর্যন্ত সোমবার দুপুর ১২টায় এই পোস্টে ৫৯ হাজার লাইক, ৮ হাজার কমেন্ট ও ১ হাজার তিনশ’ কমেন্ট শেয়ার হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়