ব্রেকিং নিউজঃ
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ৬৫ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

গাজীপুর মহানগর প্রতিনিধি
- Update Time : ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫২ Time View
গাজীপুরসহ দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’এ গাজীপুর জেলার পাঁচ থানায় ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতরাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) পুরো জেলায় ৪০ জনকে আটক করা হয়েছে। আটকরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে। অভিযানে মেট্রোপলিটন এলাকা থেকে আরও ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম।