ইবিতে আল কোরআন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিদায়ী র্যালি

- Update Time : ১০:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৬ Time View
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স (স্নাতকোত্তর) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগটির শিক্ষক ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিদায়ী র্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
এছাড়া বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. আ.ব.ম.সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. এ.বি.এম. ফারুক, অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসাইন, অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন, অধ্যাপক ড. খান মোহাম্মাদ ইলিয়াস, অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম, অধ্যাপক ড. শেখ এ.বি.এম.জাকির হোসেন, অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান।
বিদায়ী শিক্ষার্থী মো. সাইফুল্লাহ বলেন, “বিদায়ের লগ্নে সম্মানিত শিক্ষকদের আবেগঘন মুহূর্ত আর প্রিয় সহপাঠীদের অশ্রুসিক্ত নয়নে আমরা সকলে আপ্লুত। আমাদের বন্ধুত্বের বন্ধন চিরকাল অটুট থাকুক। আমাদের সকলের আগামীর পথচলা হোক সুন্দর ও সাফল্যমণ্ডিত—এটাই সবার প্রতি প্রত্যাশা রইল।”
বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি বলেন, “বিদায়ী শিক্ষার্থীদের প্রতিটি আয়োজনই ব্যতিক্রমী ও চমৎকার ছিল। বিশেষ করে তাঁদের আবায়া পোষাক, যা পুরো আয়োজনকে আরও শোভামণ্ডিত করেছে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের প্রত্যাশা তোমরা যেখানেই থাকো, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের গৌরব অক্ষুণ্ণ রাখবে এবং এর আদর্শিক ভিত্তিকে চর্চা ও প্রচার করবে।”