ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন সম্পন্ন : সভাপতি নজরুল – সম্পাদক আয়ুব

- Update Time : ০৬:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৫ Time View
ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫ দিনব্যাপী ভোটারদের উৎসব মুখর পরিবেশে গত শুক্রবার (৭-ফেব্রুয়ারী) সম্পন্ন হয়েছে। সভাপতি পদে পাচ হাজার ছয়শত দশ ভোট পেয়ে চাকা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: নজরুল ইসলাম এবং সম্পাদক পদে ৫ হাজার ৯ শত ১২ ভোট পেয়ে সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হন মো:আয়ুব আলী।
ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, কার্যকরী সভাপতি পদে ৫ হাজার ৮শত ৩৫ ভোট পেয়ে গরুর গাড়ী প্রতীক নিয়ে নির্বাচিত হন মো:মোজাম্মেল হক (মানিক), সহ সভাপতি পদে ২ হাজার ৪ শত ৩৫ ভোট পেয়ে চাঁদ প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: আজাহারুল ইসলাম (হারুন), সহ সম্পাদক পদে ৪ হাজার ৬শত ৩৫ ভোট পেয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: সাজ্জাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে ২ হাজার ৮শত ৬৮ ভোট পেয়ে হুক্কা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: আ: হান্নান, দপ্তর সম্পাদক পদে ৩ হাজার ২শত ১ ভোট পেয়ে হাস প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: নুরুল ইসলাম, কার্যকরী সভাপতি পদে ২ হাজার ৪শত ৮৫ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: শাহা আলম, কোষাধ্যক্ষ পদে ৪ হাজার ৭শত ৫০ ভোট পেয়ে টেবিল প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: সিরাজুল ইসলাম।
শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হওয়া পর রাতে ভোট গণনা চলাকালীন সভাপতি প্রার্থী দু- গ্রুপের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে আহতদের মাঝে এক শ্রমিক প্রান হারিয়েছে।