জাতীয় নাগরিক কমিটির সমাবেশ চলছে রাজবাড়ি মাঠে
- Update Time : ০১:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩০ Time View
বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। এই ঘটনার প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১১টা থেকে গাজীপুরের রাজবাড়ী মাঠে সমাবেশ চলছে জাতীয় নাগরিক কমিটির।
এর আগে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গতকাল শুক্রবার রাতেই হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।
গতকাল রাত তিনটার দিকে তাঁরা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অভিযোগ উঠেছে, এ সময় পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।
এই হামলার ঘটনায় উত্তাল গাজীপুর। শনিবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্ররা। কেন্দ্রীয় সমন্বয়করা হামলার দ্রুত বিচার দাবি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, “ছাত্রদের ওপর এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার না হলে ‘মার্চ টু গাজীপুরথ কর্মসূচি ঘোষণা করা হবে।
গাজীপুরে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর রয়েছে। দুপুরের সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

























































































































































































