ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য ধর্ষণের বিরুদ্ধে কুবিতে মানববন্ধন 

কুবির ৪৬ শিক্ষার্থী পেলেন এনএসটি ফেলোশিপ

কুবি প্রতিনিধি
  • Update Time : ১২:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩০ Time View

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৪-২৫’ (এনএসটি) পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪৬ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুই ক্যাটাগরিতে কুবির শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটেগরির ৮ জন শিক্ষার্থীই ফার্মেসি বিভাগের। অপরদিকে ভৌতবিজ্ঞান ক্যাটেগরির ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের আছেন ৩ জন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘এটা খুবই আনন্দের একটা ব্যাপার। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও আগ্রহী হবে এবং সামনের দিনে আরও ভালো করবে।’

উল্লেখ্য, ফেলোশিপপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

কুবির ৪৬ শিক্ষার্থী পেলেন এনএসটি ফেলোশিপ

কুবি প্রতিনিধি
Update Time : ১২:০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ২০২৪-২৫’ (এনএসটি) পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪৬ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুই ক্যাটাগরিতে কুবির শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে ৩৮ জন শিক্ষার্থী এবং জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৮ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটেগরির ৮ জন শিক্ষার্থীই ফার্মেসি বিভাগের। অপরদিকে ভৌতবিজ্ঞান ক্যাটেগরির ৩৮ জন শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের আছেন ৩ জন।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘এটা খুবই আনন্দের একটা ব্যাপার। এর মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার প্রতি আরও আগ্রহী হবে এবং সামনের দিনে আরও ভালো করবে।’

উল্লেখ্য, ফেলোশিপপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীদের প্রতিজন ৫৪ হাজার টাকা পাবেন।

প্রসঙ্গত, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হয়।