ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

যে কারণে সারারাত ভিকিকে বেঁধে রেখেছিলেন পরিচালক

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১২৫ Time View

আসছে ভিকি কৌশল অভিনীত বলিউড ছবি ‘ছাবা’। সে ছবির ট্রেলারে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকিকে দেখে মুগ্ধ দর্শক-অনুরাগীরা। কিন্তু এই সিনেমার পর্দার পেছনের কাহিনি ততটাও সুন্দর নয়! কারণ, ‘ছাবা’র শুটিং সেটে রাতভর ভিকিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন ছবির পরিচালক। এর ফলে ভুগতেও হয়েছিল নায়ককে। পিছিয়ে যায় শুটিংয়ের কাজও।

কিন্তু কেন এমনটি করা হয়েছে, তা জানিয়েছেন ছবির পরিচালক। আসলে যেকোনো চরিত্র আত্মস্থ করতে ম্যাথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী ভিকি কৌশল। তাই তো ‘ছাবা’র সেটেও ঘটে এমনটাই!

পরিচালক লক্ষ্মণের কথায়, ‘সম্ভাজির ওপর মারাত্মক নির্যাতন হচ্ছে, এমন এক দৃশ্যের শুটিং ছিল। আর সেই দৃশ্যেই ভিকির চোখে-মুখে আর্তি, কষ্টের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সারারাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাকে।’

পরিচালক বলেন,‘পরদিন ভোরে যখন দড়ি খোলা হয়, দেখা যায় ভিকি কৌশলের দু হাত অবশ হয়ে পড়েছে। কিছুতেই হাত নিচে নামাতে পারছেন না। শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে অভিনেতার হাতে এমন চোট লাগে যে, আগামী এক-দেড় মাস শুটিং পিছিয়ে যায়।’

আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ছাবা’। তার প্রাক্কালেই শুটিংয়ের একথা ফাঁস করলেন পরিচালক লক্ষ্মণ উতরেকর। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার প্রকাশ্যে নিয়ে এসেছিন ভিকি কৌশল। সেখানেই দেখা গেল সম্ভাজির সেই তেজ। যেখানে একা হাতে তাকে শত্রুদমন করতে দেখা গেল নায়ককে; যা দেখে মুগ্ধ দর্শক-অনুরাগীরা।

Please Share This Post in Your Social Media

যে কারণে সারারাত ভিকিকে বেঁধে রেখেছিলেন পরিচালক

বিনোদন ডেস্ক
Update Time : ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

আসছে ভিকি কৌশল অভিনীত বলিউড ছবি ‘ছাবা’। সে ছবির ট্রেলারে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকিকে দেখে মুগ্ধ দর্শক-অনুরাগীরা। কিন্তু এই সিনেমার পর্দার পেছনের কাহিনি ততটাও সুন্দর নয়! কারণ, ‘ছাবা’র শুটিং সেটে রাতভর ভিকিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন ছবির পরিচালক। এর ফলে ভুগতেও হয়েছিল নায়ককে। পিছিয়ে যায় শুটিংয়ের কাজও।

কিন্তু কেন এমনটি করা হয়েছে, তা জানিয়েছেন ছবির পরিচালক। আসলে যেকোনো চরিত্র আত্মস্থ করতে ম্যাথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী ভিকি কৌশল। তাই তো ‘ছাবা’র সেটেও ঘটে এমনটাই!

পরিচালক লক্ষ্মণের কথায়, ‘সম্ভাজির ওপর মারাত্মক নির্যাতন হচ্ছে, এমন এক দৃশ্যের শুটিং ছিল। আর সেই দৃশ্যেই ভিকির চোখে-মুখে আর্তি, কষ্টের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সারারাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাকে।’

পরিচালক বলেন,‘পরদিন ভোরে যখন দড়ি খোলা হয়, দেখা যায় ভিকি কৌশলের দু হাত অবশ হয়ে পড়েছে। কিছুতেই হাত নিচে নামাতে পারছেন না। শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে অভিনেতার হাতে এমন চোট লাগে যে, আগামী এক-দেড় মাস শুটিং পিছিয়ে যায়।’

আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ছাবা’। তার প্রাক্কালেই শুটিংয়ের একথা ফাঁস করলেন পরিচালক লক্ষ্মণ উতরেকর। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’র ট্রেলার প্রকাশ্যে নিয়ে এসেছিন ভিকি কৌশল। সেখানেই দেখা গেল সম্ভাজির সেই তেজ। যেখানে একা হাতে তাকে শত্রুদমন করতে দেখা গেল নায়ককে; যা দেখে মুগ্ধ দর্শক-অনুরাগীরা।