নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীকে বিরল প্রেসক্লাবে সংবর্ধনা

- Update Time : ০৮:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫০ Time View
জাতীয় দৈনিক নওরোজ এর সম্পাদক ও প্রকাশক এবং সাহসী ও নির্ভীক সাংবাদিক শামসুল হক দুররানী এর বিরল প্রেস ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় দৈনিক নওরোজ এর পাঠক ও শুভানুধ্যায়ীদের আয়োজনে প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক নওরোজ এর সম্পাদক ও প্রকাশক এবং সাহসী ও নির্ভীক সাংবাদিক শামসুল হক দুররানী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নওরোজ এর ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল হক নভেল, দিনাজপুর ব্যুারো প্রধান বাবু আহমেদ বাব্বা, বিরল প্রেস ক্লাবের সদস্য সচিব তাজুল ইসলাম, নির্বাহী সদস্য সাদেকুল ইসলাম, মুসলিম হক, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ, মুরসালিন হোসেন, বেলাল হোসেন এর প্রমূখ।
শামসুল হক দুররানী বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সত্য ঘটনা তুলে ধরতে হবে। কারো রক্তচক্ষুর তোয়াক্কা করলে চলবে না। আপনারা ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনা করলে কোন রক্তচক্ষু অন্যায় কিছু আপনাদের দিয়ে করাতে পারবে না। আর তাহলেই আপনারা সমাজে সমাদৃত হবেন। আমাদের সমাজউপকৃত হবে তথা দেশ উপকৃত হবে।