ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা, ১১ ইটভাটা বন্ধ

শরিফুল হক পাভেল
  • Update Time : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৭ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় আজ ৩ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বায়ুদূষণকারী ইটভাটা, যানবাহন ও নির্মাণকাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

আজ সোমবার সারাদেশে এ অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেহেরপুর, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ও গাজীপুরে ১১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১১টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। খুলনায় চারটি ইটভাটায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। এছাড়া একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে রাজধানীর জুরাইনে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬ জন চালককে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে আদাবর ও মোহাম্মদপুরে ২টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠান মালিককে সতর্ক করা হয়।

মিরপুর-১ কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং সারাদেশে প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা, ১১ ইটভাটা বন্ধ

শরিফুল হক পাভেল
Update Time : ০৮:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় আজ ৩ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বায়ুদূষণকারী ইটভাটা, যানবাহন ও নির্মাণকাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

আজ সোমবার সারাদেশে এ অভিযানে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেহেরপুর, মাগুরা, টাঙ্গাইল, মাদারীপুর, মানিকগঞ্জ, খুলনা, ঝিনাইদহ ও গাজীপুরে ১১টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৫টি মামলায় মোট ৩৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১১টি ইটভাটার কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। খুলনায় চারটি ইটভাটায় দুই লাখ কাঁচা ইট ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। এছাড়া একটি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে রাজধানীর জুরাইনে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৪টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬ জন চালককে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে আদাবর ও মোহাম্মদপুরে ২টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠান মালিককে সতর্ক করা হয়।

মিরপুর-১ কাঁচাবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৫টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং সারাদেশে প্রায় ১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।