ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে এক মুসল্লীর মৃত্যু

মো: হানিফ হোসেন
  • Update Time : ০৮:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭১ Time View

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আয়োজনে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন সাইফুল ইসলাম (৪৮)। তিনি নরসিংদীর মাধবী থানার পিতা মৃত ইমাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সাইফুল ৬ নং খিত্তার মুসল্লী ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি গোসল করতে গেলে হঠাৎ অসুস্থ বোধ করেন। সাথে থাকা মুসল্লি মোহাম্মদ মাহফুজুর রহমান দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেলের হাসাপাতালে জরুরি বিভাগের চিকিৎসা ডা.বিজন মালাকার জানান,নিহত সাইফুল কে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন। নিহতের জানাজা ময়দানে অনুষ্ঠিত হবে। এর পর তার মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে এক মুসল্লীর মৃত্যু

মো: হানিফ হোসেন
Update Time : ০৮:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আয়োজনে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন সাইফুল ইসলাম (৪৮)। তিনি নরসিংদীর মাধবী থানার পিতা মৃত ইমাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সাইফুল ৬ নং খিত্তার মুসল্লী ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি গোসল করতে গেলে হঠাৎ অসুস্থ বোধ করেন। সাথে থাকা মুসল্লি মোহাম্মদ মাহফুজুর রহমান দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেলের হাসাপাতালে জরুরি বিভাগের চিকিৎসা ডা.বিজন মালাকার জানান,নিহত সাইফুল কে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন। নিহতের জানাজা ময়দানে অনুষ্ঠিত হবে। এর পর তার মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।