ব্রেকিং নিউজঃ
বিয়ে করলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:২৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১০৪ Time View
বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক পোস্ট থেকে সারজিসের বিয়ের বিষয়টি জানা যায়।
সারজিস আলমকে শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।
সেই সঙ্গে একটি ছবিও পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। যাতে সারজিসকে বরের সাজে দেখা যাচ্ছে। ছবিতে তার পাশে রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
একই মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করে সারজিসকে অভিনন্দন হাসনাতও। পোস্টে তিনি সারজিসের দাম্পত্য জীবনে মঙ্গল কামনা করেছেন।
তবে সারজিস আলম কোথায় এবং কাকে বিয়ে করেছেন, এ ব্যাপারে কিছু উল্লেখ করেননি কেউই।