জবি উদীচীর সভাপতি গৌরব, সম্পাদক অপি

- Update Time : ১২:২৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১০৮ Time View
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গৌরব ভৌমিক এবং সাধারণ সম্পাদক একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমরিন জাহান অপি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত উদীচী শিল্পীগোষ্ঠী, জবি সংসদের অষ্টম সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজম্মুল হক, উদীচী জবি সংসদের উপদেষ্টা ড. মো. হাফিজুল ইসলাম ও উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন হালিমা আক্তার বৃষ্টি, ব্রজ গোপাল রায় ও রাজিন মোহাম্মদ বাবু। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবিদুল হক রাহাত। কোষাধ্যক্ষ সংযুক্তা রায় ও সম্পাদক খাদিজাতুল কুবরা, তীর্থ মন্ডল রকি, আরিফ হাসান হৃদয়, শুভ্রা তালুকদার, মৌমিতা রানি সূত্রধর ও পুষ্পিতা লোধ।
এছাড়াও কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ফতেহ আলী খান আকাশ, সুপ্তি ঘোষ, প্রিয়ন্তী দেবনাথ, চয়ন শিকদার, প্রীতি শীল, বর্ষণ মন্ডল, নিয়াজ মোর্শেদ সম্পদ, পূজা দেবনাথ, মালিহা মেহনাজ, ঐশী বিশ্বাস।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আমরিন জাহান অপি বলেন, আমরা নতুন পরিকল্পনা, অনুষ্ঠানের আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার জন্য সচেষ্ট থাকব। আমাদের লক্ষ্য হবে সব শিক্ষার্থীর অংশগ্রহণে একটি প্রাণবন্ত এবং সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা। যাতে সবাই নিজেদের প্রতিভা ও সৃজনশীলতাকে তুলে ধরতে পারে।
সভাপতি গৌরব ভৌমিক সংঘঠন সম্পর্কে আশা ব্যক্ত করে বলেন, প্রগতিশীল চিন্তাধারার সংগঠন উদীচী জবি সংসদের নবনির্বাচিত সভাপতি হিসেবে আমার সর্বপ্রথম ও সর্বপ্রধান দায়িত্ব হবে ক্যাম্পাসকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করা।উদীচী জবি সংসদের যে সুনাম আমাদের পূর্বসূরিরা অর্জন করে গেছেন তার ধারা অব্যাহত রাখা।দেশের সংকটময় পরিস্থিতিতে উদীচীর বিভিন্ন শাখা যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই পথে উদীচী জবি সংসদকে চালনা করা।এরজন্য দরকার নতুনদের সহায়তা। আশা করি নতুনরা মুখরিত করবে অবকাশ ভবনের ৪০৩ নম্বর কক্ষ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়