ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভিতরে নাবালক শিশুর উপর আক্রমণ

- Update Time : ০১:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৬৩ Time View
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় নাদিরা পারভীন সুমি (৩৪) অতর্কিত হামলা করে শিশু নাবিল ইসলামের (১৬) উপর।
নাবিল ইসলামের সাথে কথা বলে জানা জানায়, নাদিরা পারভীন সুমির ছেলে সাকিব এবং নাবিল ময়মনসিংহের প্রগ্রেসিভ স্কুলের ১০ম শ্রেনীর ছাত্র। বিভিন্ন বিষয় নিয়ে সাকিব এবং নাবিলের মাঝে ঝামেলা চলতেছিল।ঘটনার প্রেক্ষিতে ১২ জানুয়ারি ২০২৫ তারিখে নাবিল এবং সাকিবের মাঝে মারামারি হয়।এই মারামারিকে কেন্দ্র করে নাদিরা পারভীন সুমি বাদী হয়ে নাবিল সহ আরো ১০ জনের নামে থানায় মামলা করে।পুলিশ নাবিলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেলে আদালত নাবিলকে জামিন দেয়।
২৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোজ্জামেল হোসেন মুঠোফোনে নাবিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আসতে বলে।নাবিল এস আই এর কথামত রাত সাড়ে আটায় থানায় হাজির হয়।থানায় নাবিল যাওয়ার সাথে সাথেই সুমন নামের এক ব্যক্তি নাবিলকে চড় মারে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় ।এরপরেই নাবিলের উপর বসে এলোপাথাড়ি কিল ঘুষি দিতে থাকে নাদিরা পারভীন সুমি।অবস্থা বেগতিক দেখে মহিলা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনার প্রেক্ষিতে থানায় নাদিরা পারভীন সুমি এবং সুমনের বিরুদ্ধে অভিযোগ দেয় নাবিল।সুমি এবং সুমনেকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় নাবিল।