রামপুরায় যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণের মৃত্যু

- Update Time : ১২:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ১০৮ Time View
রাজধানীর রামপুরায় ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মো. সাজিদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।
নিহত ওই কিশোরকে নিয়ে আসা মজিবর গাজী জানান, পূর্ব রামপুরা ডিআইটি রোডে একটি অটো সেন্টারের কর্মচারী ছিলেন সাজিদ। সন্ধ্যার দিকে ওই প্রতিষ্ঠান থেকে বের হয়ে ডিআইটি রোডে ইসলামী ব্যাংকের সামনে রাস্তা পার হওয়ার সময় রমজান পরিবহন নামের একটি বাসের ধাক্কায় নিচে পড়ে চাপা খায় সাজিদ। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের নাম ছাড়া অন্য কোনো ঠিকানা এখনো জানা যায়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়