চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ ১২ দুর্ধর্ষ ডাকাত আটক

- Update Time : ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ৪০ Time View
চট্টগ্রামের বাঁশখালীতে খাটখালী নদীর মোহনা থেকে ১৬টি দেশীয় অস্ত্রসহ ১২ জন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটক ডাকাতরা হলেন— মো. রফিক (৪২), শহিদুল (২০), মো. টিপু (২২), মো. শাহাদাত (২৮), আমির (১৮), আরাফাত হোসেন (১৮), মো. রেদওয়ান (২২), নুরুল আবসার (২৪), আমির হোসাইন (২২), মোরশেদ (২২), আরিফ (১৯) ও নূর মোহাম্মদ (৫১)।
সিয়াম-উল-হক বলেন, চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে গতরাতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে খাটখালি নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্ট গার্ড থামার সংকেত দেয়। এসময় বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পরবর্তীতে অভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটক বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি ছুরি, ছয়টি চাপাতি, পাঁচটি শাবল, দুটি হাতুড়িসহ ১২ ডাকাতকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্ট গার্ড জানতে পারে, রফিকের দলটি চট্টগ্রামস্থ বাঁশখালী থানাধীন খাটখালি ঘাট থেকে বোটে ডাকাতির উদ্দেশ্যে চট্টগ্রামের বাঁশখালী বহিঃনোঙ্গরে গমন করে। তারা সকলে মহেশখালী ও বাঁশখালীর বাসিন্দা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়