পঞ্চগড়ে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন

- Update Time : ০৪:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ৫৬ Time View
পঞ্চগড়ে মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) পঞ্চগড় জেলা বিএনপি’র নেতৃবৃন্দ তাদের দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করে।
জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এ্যাড. আদম সুফি, আফাজ উদ্দীন, সদস্য ইউনুস শেখ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান বানু মুক্তি, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল,সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা সে”ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদার রহমান মাহবুব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমূখ।
বক্তারা বলেন, প্রতি বছরই এই দিবসটিতে আমরা কেক কাটার আয়োজন করি। এ বছরও জাকজমক ও উৎসবমুখর পরিবেশে বৃহত পরিসরে দিবসটি পালনের পরিকল্পনা ছিলো। কিন্তুু আমাদের দেশ নেত্রী অসুস্থ। তিনি লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এজন্য অনেকটা অনাড়ম্বরভাবে দোয়া ও আলোচনসভার মাধ্যমে কর্মসূচি পালন করেছি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, তিনি সম্মুখসারির যোদ্ধাও ছিলেন। আজকে তার নাম সামনে আসলেই গণতন্ত্র, বাক স্বাধীনতা ও বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার কথা আসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়