ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে মহানবী শিখিয়েছেন ন্যায়বিচার কোনো ব্যক্তি বিশেষের জন্য সীমাবদ্ধ নয় গণঅধিকার পরিষদকে নিষেধাজ্ঞার দাবি জাপা মহাসচিবের জাপা কার্যালয়ে ভাঙচুর-আগুন, মহাসচিবের আলটিমেটাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-অগ্নিসংযোগ নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ফের টঙ্গীতে মানববন্ধন “সাইফুর রহমান দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন” রাসুলের দেখানো পথেই মানুষ সৎভাবে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে: তারেক রহমান চীন-পাকিস্তানের মধ্যে ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর ভাঙ্গায় তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার এলাকাবাসীর

টিউলিপকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ১৮৪ Time View

এবার টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বুধবার (১৫ জানুয়ারি) এক্সে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্পর খুব ঘনিষ্ঠ এই মিত্র।

একটি পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছেন, যুক্তরাজ্যের শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার পার্টির মন্ত্রী নির্যাতনকারীদের সুরক্ষা দেন। আর তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ।

দুর্নীতির অভিযোগ কেন্দ্র করে সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।

মন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। তাই দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের খবরটি সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার সৃষ্টি করেছে।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে মোটা অঙ্কের ঘুস নিয়েছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত চলছিল। পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে পদত্যাগের চাপ বাড়ছিল। নানামুখী চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন টিউলিপ।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন মতে, টিউলিপ এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই চিঠিতে তিনি তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেন।

চিঠিতে টিউলিপ দাবি করেন, তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি (টিউলিপ) মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, সানডে টাইমস

Please Share This Post in Your Social Media

টিউলিপকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:৪২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

এবার টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বুধবার (১৫ জানুয়ারি) এক্সে এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন ট্রাম্পর খুব ঘনিষ্ঠ এই মিত্র।

একটি পোস্ট শেয়ার করে মাস্ক লিখেছেন, যুক্তরাজ্যের শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার পার্টির মন্ত্রী নির্যাতনকারীদের সুরক্ষা দেন। আর তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ।

দুর্নীতির অভিযোগ কেন্দ্র করে সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।

মন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। তাই দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের খবরটি সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার সৃষ্টি করেছে।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ওঠে, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশে রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে মোটা অঙ্কের ঘুস নিয়েছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে যুক্তরাজ্যে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত চলছিল। পাশাপাশি বিরোধী দলগুলোর পক্ষ থেকে পদত্যাগের চাপ বাড়ছিল। নানামুখী চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন টিউলিপ।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন মতে, টিউলিপ এরই মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই চিঠিতে তিনি তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের একটি তদন্তের কথা উল্লেখ করেন।

চিঠিতে টিউলিপ দাবি করেন, তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিষয়টি পর্যালোচনা করার পর নিশ্চিত করেছেন যে তিনি (টিউলিপ) মন্ত্রিত্বের নিয়ম লঙ্ঘন করেননি।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, সানডে টাইমস