বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে কুপিয়ে জখম

- Update Time : ০৪:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৬৯ Time View
বলিউড তারকা সাইফ আলি খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিনগত রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনগত রাত ২টার দিকে সাইফের বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। ডাকাতির উদ্দেশেই এই হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে সাইফকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। মারাত্মক আহত অবস্থায় অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।
মুম্বাইয়ের বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিং নামের একটি বাড়িতে থাকেন সাইফ। এই বাড়িতেই থাকেন অভিনেতার স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও তার দুই শিশুসন্তান আট বছরের তৈমুর ও চার বছরের জেহ। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা যখন ওই বাড়িতে ঢোকে, সেসময় বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। বাড়ির ভেতরে শব্দ পেয়ে সবাই উঠে পড়লে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। যাওয়ার আগে মারাত্মকভাবে আহত করে যায় সাইফ আলি খানকে।
ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সাইফ আলি খান লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, না কি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে তিনি আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
অভিনেতার সহকারীর পক্ষে একটি বিবৃতি দিয়ে সংবাদমাধ্যম এবং অনুরাগীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তার শারীরিক অবস্থার তথ্য সম্ভবত সবাইকে জানানো হবে।
লীলাবতী হাসপাতালের শীর্ষ কর্মকর্তা ডাক্তার নীরজ উত্তমানি জানান, ভোর সাড়ে ৩টা নাগাদ সাইফকে চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, আজ বৃহস্পতিবার অভিনেতার অস্ত্রোপচার করা হবে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। নিউরো সার্জন নিতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জেইন ও অবেদনবিদ নিশা গান্ধী সাইফের অস্ত্রোপচার করবেন। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কতটা গভীর।
গত বছরের জানুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন সাইফ। সে সময় তাকে মুম্বাইয়ের কোকিলাবন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুটিং করতে গিয়ে হাঁটু এবং কনুইয়ের পুরোনো আঘাতের জায়গায় নতুন করে আঘাত পেয়েছিলেন তিনি। তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সে সময় তার শরীরে অস্ত্রোপচারও করা হয়েছিল।
আরো পড়ুন >>>
বন্ধুর ওপর হামলার খবর পেয়েই হাসপাতালে ছুটে গেলেন শাহরুখ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়