ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আ’লীগের কেউ এনসিপিতে যুক্ত হবার সাহস দেখালে আইনের কাছে সোপর্দ করব বিচারিক সংস্কার এখন নিজেই “সংস্কার” শব্দের প্রতীক হয়ে উঠেছে: প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সাক্ষাৎ  মায়ের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে ২সন্তানের মৃত্যু আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে জনগণের কাছে ফিরে যেতে চাই: সারজিস আলম বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কুমিল্লায় সম্পত্তির জন্য স্বামীকে হত্যা

মোঃ মাইনুল হাসান, কুমিল্লা
  • Update Time : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ৯৯ Time View

কুমিল্লা সদর দক্ষিণে সম্পত্তির জন্য ফিরোজ আহাম্মাদ কালু মিয়া (৬০)কে ঘুমের ঔষধ খাইয়ে হত্যা করেছে স্ত্রী ও তার পুত্রবধু।

(১৪ জানুয়ারী) মঙ্গলবার রাতে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের সাহাপুর (সোনাইছড়ি দক্ষিন পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ আহাম্মদ কালু ওই এলাকার মৃত সরাফত আলীর পুত্র।

এ ঘটনায় বুধবার (১ জানুয়ারী) নিহতের ভাই মফিজ মিয়া সদর দক্ষিণ মডেল থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো- সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের সাহাপুর এলাকার নিহত ফিরোজ আহাম্মাদ কালু মিয়ার পুত্র মো: রাসেল মিয়া (৩৩), স্ত্রী রৌশন আরা বেগম (৪৫), পুত্রবধু ইভা (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।

জানা যায়- ফিরোজ আহাম্মদ কালু মিয়া পারিবারিক জীবনে দুইটি বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রী জোহরা বেগম (৩৯) এর সাথে বসবাস করতেন। প্রথম স্ত্রী রৌশন আরা বেগম সাথে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে প্রথম স্ত্রী, তার পুত্র ও পুত্রবধুর সাথে ঝগড়াঝাটি লাগে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়। পরে তার লাশ বাড়িয়ে নিয়ে আসে।

এ বিষয়ে নিহতের ছোট স্ত্রী জোহরা বেগম জানান- আমার স্বামীর সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিল প্রথম স্ত্রী রৌশন আরা বেগমসহ তার পুত্র ও পুত্রবধু। মঙ্গলবার রাতে ঝগড়ার এক পর্যায়ে তাকে নির্যাতন ও ঘুমের ওষুধ খাইয়ে ও ইনজেশন পুশ করে হত্যা করে। পরে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন আমি আমার স্বামীর ময়নাতদন্তের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন- আমার স্বামীকে আমার সাথে দেখা করতে দেয়া হতো। তাকে বিভিন্ন সময়ে লুকিয়ে রাখতো। আমি আদালতে মো: রাসেল মিয়া (৩৩), স্ত্রী রৌশন আরা বেগম (৪৫), পুত্রবধু ইভা (২৬)সহ কয়েক জনের বিরুদ্ধে পূর্বে একটি মামলা দায়ের করেছি।

এ বিষয়ে বাদী নিহতের ভাই মফিজ মিয়া জানান- সম্পত্তির জন্য আমার ভাই ফিরোজ আহাম্মাদ কালু মিয়া ঘুমের ওষুধ ও ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার ও নিহতের ময়নাতদন্ত করার দাবি জানাচ্ছি।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান- একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

কুমিল্লায় সম্পত্তির জন্য স্বামীকে হত্যা

মোঃ মাইনুল হাসান, কুমিল্লা
Update Time : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কুমিল্লা সদর দক্ষিণে সম্পত্তির জন্য ফিরোজ আহাম্মাদ কালু মিয়া (৬০)কে ঘুমের ঔষধ খাইয়ে হত্যা করেছে স্ত্রী ও তার পুত্রবধু।

(১৪ জানুয়ারী) মঙ্গলবার রাতে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের সাহাপুর (সোনাইছড়ি দক্ষিন পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ আহাম্মদ কালু ওই এলাকার মৃত সরাফত আলীর পুত্র।

এ ঘটনায় বুধবার (১ জানুয়ারী) নিহতের ভাই মফিজ মিয়া সদর দক্ষিণ মডেল থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলো- সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের সাহাপুর এলাকার নিহত ফিরোজ আহাম্মাদ কালু মিয়ার পুত্র মো: রাসেল মিয়া (৩৩), স্ত্রী রৌশন আরা বেগম (৪৫), পুত্রবধু ইভা (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।

জানা যায়- ফিরোজ আহাম্মদ কালু মিয়া পারিবারিক জীবনে দুইটি বিবাহ করেন। দ্বিতীয় স্ত্রী জোহরা বেগম (৩৯) এর সাথে বসবাস করতেন। প্রথম স্ত্রী রৌশন আরা বেগম সাথে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে প্রথম স্ত্রী, তার পুত্র ও পুত্রবধুর সাথে ঝগড়াঝাটি লাগে। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়। পরে তার লাশ বাড়িয়ে নিয়ে আসে।

এ বিষয়ে নিহতের ছোট স্ত্রী জোহরা বেগম জানান- আমার স্বামীর সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিল প্রথম স্ত্রী রৌশন আরা বেগমসহ তার পুত্র ও পুত্রবধু। মঙ্গলবার রাতে ঝগড়ার এক পর্যায়ে তাকে নির্যাতন ও ঘুমের ওষুধ খাইয়ে ও ইনজেশন পুশ করে হত্যা করে। পরে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন আমি আমার স্বামীর ময়নাতদন্তের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন- আমার স্বামীকে আমার সাথে দেখা করতে দেয়া হতো। তাকে বিভিন্ন সময়ে লুকিয়ে রাখতো। আমি আদালতে মো: রাসেল মিয়া (৩৩), স্ত্রী রৌশন আরা বেগম (৪৫), পুত্রবধু ইভা (২৬)সহ কয়েক জনের বিরুদ্ধে পূর্বে একটি মামলা দায়ের করেছি।

এ বিষয়ে বাদী নিহতের ভাই মফিজ মিয়া জানান- সম্পত্তির জন্য আমার ভাই ফিরোজ আহাম্মাদ কালু মিয়া ঘুমের ওষুধ ও ইনজেকশন পুশ করে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার ও নিহতের ময়নাতদন্ত করার দাবি জানাচ্ছি।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান- একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।