ব্রেকিং নিউজঃ  
                    
                    পলাশবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
 
																
								
							
                                
                              							  মোঃ আবুল কালাম আজাদ, গাইবান্ধা									
								
                                
                                - Update Time : ০৭:০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ৩৮৬ Time View
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আব্দুল্লা আল মামুন (৩৪) ও হাসিবুল ইসলাম টুটুল (২৯) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় এদের কাছ থেকে ১৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ৫ জুন সকাল ১১টার দিকে পলাশবাড়ী পৌরসভার বাঁশকাটা এলাকার ব্র্যাক মোড়ের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে বিআরটিসি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লা আল মামুন রাজশাহীর তানোর উপজেলার হরিশপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও হাসিবুল ইসলাম টুটুল একই উপজেলার হরিশপুর (উত্তরপাড়া) গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, গ্রেফতারকৃত ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
					 
																			









































































































































































































