দাবানলের ভয়াবহতা যুদ্ধক্ষেত্রের কথা মনে করিয়ে দেয়: বাইডেন

- Update Time : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৫৪ Time View
লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতার সঙ্গে যুদ্ধক্ষেত্রের ধ্বংসযজ্ঞের সাদৃশ্য খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দাবানলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওভাল অফিসে ব্রিফিংয়ের সময় শুক্রবার এই মন্তব্য করেছেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে।
তিনি বলেছেন, দাবানলের শিকার স্থানগুলো দেখে মনে হয়েছে, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে কেউ। পরিস্থিতির ভয়াবহতা আমাকের যুদ্ধের দৃশ্যের কথা মনে করিয়ে দিয়েছে। দাবানলের সময় বিশৃঙ্খলার সুযোগে অনেক স্থানে লুটপাটের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাইডেন।
তিনি আরও বলেন, এই দুর্যোগ নিয়ে অনবরত মিথ্যা তথ্য ছড়িয়ে গেছেন জনতুষ্টিবাদীরা। লস অ্যাঞ্জেলেসের কিছু স্থানে লুটপাটের আশঙ্কায় নৈশকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া, নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী থেকে ন্যাশনাল গার্ড, সবাইকে কাজে নামিয়েছে সরকার।
নাম উল্লেখ না করে দাবানল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতির ফায়দা নেওয়ার জন্য অনেক জনতুষ্টিবাদী নেতাকে আপনারা কোমর বেঁধে মাঠে নামতে দেখেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়