চেকপোস্টে দাঁড়ানো দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে মারলো বাস

- Update Time : ০৭:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ৭৬ Time View
ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে যাত্রীবাহী মুক্তা পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) দুপুর একটার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দিতে মাজেদা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে কর্তব্যরত হাইওয়ে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে যশোর থেকে ফরিদপুরমুখী মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জাগো নিউজকে বলেন, পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়