ব্রেকিং নিউজঃ
বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে : বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / ১৩১ Time View
দেশের নবম বিমানবন্দর হিসেবে বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
‘এ বিমানবন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আমরা নতুন করে প্রস্তাব দেবো। তবে বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতে কমপক্ষে একবছর সময় লাগবে’ বলে জানান তিনি।
বিমানবাহিনী প্রধান আরও বলেন, এ বিমানবন্দর চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে, তবে আছে ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।