ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

পাকিস্তানে যেতে পেরে খুশি মালালা ইউসুফজাই

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ৪২ Time View

শিক্ষা সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে গেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ইসলামাবাদে বৈশ্বিক নারী শিক্ষার দুই দিনব্যাপী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে মালালার এই সফর।

পাকিস্তানে পৌঁছে মালালা বলেন, পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও খুশি।

২০১২ সালে মালালা যখন স্কুল শিক্ষার্থী তখন পাকিস্তান তালেবান তাকে হত্যার উদ্দেশে গুলি করে। এরপর পাকিস্তান ছাড়েন মালালা।

সম্মেলনে রোববার (১২ জানুয়ারি) মালালার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার এক এক্স বার্তায় এই নোবেল জয়ী বলেন, আমি সব মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার রক্ষার কথা বলবো।

তাছাড়া আফগান নারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জন্য বিশ্ব নেতাদের কেন তালেবানকে জবাবদিহি করতে হবে সে বিষয়েও কথা বলবেন মালালা।

এদিকে পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল বলেছেন, সম্মেলনে অংশ নেওয়ার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এ ব্যাপারে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বে আফগানিস্তানই হচ্ছে একমাত্র দেশ যেখানো নারী ও শিশুরা স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

পাকিস্তানে যেতে পেরে খুশি মালালা ইউসুফজাই

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শিক্ষা সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে গেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ইসলামাবাদে বৈশ্বিক নারী শিক্ষার দুই দিনব্যাপী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে মালালার এই সফর।

পাকিস্তানে পৌঁছে মালালা বলেন, পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও খুশি।

২০১২ সালে মালালা যখন স্কুল শিক্ষার্থী তখন পাকিস্তান তালেবান তাকে হত্যার উদ্দেশে গুলি করে। এরপর পাকিস্তান ছাড়েন মালালা।

সম্মেলনে রোববার (১২ জানুয়ারি) মালালার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার এক এক্স বার্তায় এই নোবেল জয়ী বলেন, আমি সব মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার রক্ষার কথা বলবো।

তাছাড়া আফগান নারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জন্য বিশ্ব নেতাদের কেন তালেবানকে জবাবদিহি করতে হবে সে বিষয়েও কথা বলবেন মালালা।

এদিকে পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল বলেছেন, সম্মেলনে অংশ নেওয়ার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এ ব্যাপারে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বে আফগানিস্তানই হচ্ছে একমাত্র দেশ যেখানো নারী ও শিশুরা স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না।

সূত্র: জিও নিউজ