ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

শীতে সুস্থ থাকতে বলিউডের অভিনেত্রীরা যা খান

লাইফ স্টাইল ডেস্ক
  • Update Time : ০৫:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / ১৮৮ Time View

শীতে সুস্থ থাকতে জীবনধারায় পরিবর্তন আনার বিকল্প নেই। এ মৌসুমে সুস্থ থাকতে ও বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পুষ্টিকর খাবার খাওয়া ও শরীরচর্চা মোটেও বাদ দেওয়া যাবে না। ঠিক যেমন বলিউডের তারকারা অনুসরণ করেন কঠোর ডায়েট ও এক্সারসাইজ রুটিন। এ কারণেই তো তারা এতোটা ফিট।

বিশেষ করে বলিউডের কিছু অভিনেত্রী আছেন, যারা শীতে সুস্থ থাকতে ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ পানীয় ও খাবার খান। চলুন জেনে নেওয়া যাক বলিউডের কোন অভিনেত্রী শীতে কী খান-

তাপসী পান্নু

তাপসী পান্নু শীতে হলুদ দুধ ও বাদাম নিয়মিত খান। এই খাবারগুলো ত্বককে উজ্জ্বল ও শরীর গরম রাখে। বাদাম (বিশেষ করে আখরোট, কাজু) ও পেস্তা তার প্রতিদিনের ডায়েটের অংশ। যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ শীতে সাধারণত হলুদ দুধ পান করতে পছন্দ করেন। এছাড়া গরম স্যুপ ও বাদামও তার নিয়মিত ডায়েটে থাকে। তিনি শীতে আদা চা পান করেন, যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখে ও হজমে সহায়তা করে।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন শীতে আদা চা ও গরম স্যুপ পান করতে বেশি পছন্দ করেন। তার ডায়েটে ফলমূল, বিশেষ করে পেয়ারা ও কমলা থাকে, যা শীতকালে ভিটামিন সি’র ভালো উৎস। এছাড়া দীপিকা আমন্ড ও অলিভ অয়েল ব্যবহার করেন, যা তার ত্বককে উজ্জ্বল রাখে ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

আলিয়া ভাট

আলিয়া ভাট শীতকালে গরম হালুয়া ও গরম স্যুপ খেতে পছন্দ করেন। তিনি শীতে মিষ্টি আলু ও শাকসবজি খান প্রচুর পরিমাণে। যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়া আলিয়া নিয়মিত বাদাম ও ড্রাই ফ্রুটস খান। তিনি খুবই স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন, যাতে তার ত্বক ও চুল সুস্থ থাকে।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া শীতে তার ডায়েটে গরম স্যুপ ও হলুদ দুধ অবশ্যই রাখেন। তিনি শীতে কুসুম তেল বা কোকোনাট অয়েল ব্যবহার করেন, যা ত্বকের জন্য উপকারী। এছাড়া বাদাম ও ড্রাই ফ্রুটস তার প্রতিদিনের ডায়েটে থাকে, যা শরীরকে শক্তিশালী ও উষ্ণ রাখে।

কারিনা কাপূর খান

শীতে কারিনা কাপূর তার ডায়েটে আদা চা, গরম দুধ ও বাদাম রাখেন। এছাড়া ভেজিটেবল স্যুপ ও ফলমূলও তার মেনুতে নিয়মিত থাকে। তিনি নিয়মিত গরম পানিও পান করেন। যা পেটের জন্য উপকারী ও ত্বককে আর্দ্র রাখে।

তথ্যসূত্র: এনডিটিভি/ভোগ/ টাইমস অব ইন্ডিয়া/ইন্ডিয়া টুডে/হার্পার্স বাজার

Please Share This Post in Your Social Media

শীতে সুস্থ থাকতে বলিউডের অভিনেত্রীরা যা খান

লাইফ স্টাইল ডেস্ক
Update Time : ০৫:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শীতে সুস্থ থাকতে জীবনধারায় পরিবর্তন আনার বিকল্প নেই। এ মৌসুমে সুস্থ থাকতে ও বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পুষ্টিকর খাবার খাওয়া ও শরীরচর্চা মোটেও বাদ দেওয়া যাবে না। ঠিক যেমন বলিউডের তারকারা অনুসরণ করেন কঠোর ডায়েট ও এক্সারসাইজ রুটিন। এ কারণেই তো তারা এতোটা ফিট।

বিশেষ করে বলিউডের কিছু অভিনেত্রী আছেন, যারা শীতে সুস্থ থাকতে ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ পানীয় ও খাবার খান। চলুন জেনে নেওয়া যাক বলিউডের কোন অভিনেত্রী শীতে কী খান-

তাপসী পান্নু

তাপসী পান্নু শীতে হলুদ দুধ ও বাদাম নিয়মিত খান। এই খাবারগুলো ত্বককে উজ্জ্বল ও শরীর গরম রাখে। বাদাম (বিশেষ করে আখরোট, কাজু) ও পেস্তা তার প্রতিদিনের ডায়েটের অংশ। যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ শীতে সাধারণত হলুদ দুধ পান করতে পছন্দ করেন। এছাড়া গরম স্যুপ ও বাদামও তার নিয়মিত ডায়েটে থাকে। তিনি শীতে আদা চা পান করেন, যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখে ও হজমে সহায়তা করে।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন শীতে আদা চা ও গরম স্যুপ পান করতে বেশি পছন্দ করেন। তার ডায়েটে ফলমূল, বিশেষ করে পেয়ারা ও কমলা থাকে, যা শীতকালে ভিটামিন সি’র ভালো উৎস। এছাড়া দীপিকা আমন্ড ও অলিভ অয়েল ব্যবহার করেন, যা তার ত্বককে উজ্জ্বল রাখে ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

আলিয়া ভাট

আলিয়া ভাট শীতকালে গরম হালুয়া ও গরম স্যুপ খেতে পছন্দ করেন। তিনি শীতে মিষ্টি আলু ও শাকসবজি খান প্রচুর পরিমাণে। যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। এছাড়া আলিয়া নিয়মিত বাদাম ও ড্রাই ফ্রুটস খান। তিনি খুবই স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করেন, যাতে তার ত্বক ও চুল সুস্থ থাকে।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া শীতে তার ডায়েটে গরম স্যুপ ও হলুদ দুধ অবশ্যই রাখেন। তিনি শীতে কুসুম তেল বা কোকোনাট অয়েল ব্যবহার করেন, যা ত্বকের জন্য উপকারী। এছাড়া বাদাম ও ড্রাই ফ্রুটস তার প্রতিদিনের ডায়েটে থাকে, যা শরীরকে শক্তিশালী ও উষ্ণ রাখে।

কারিনা কাপূর খান

শীতে কারিনা কাপূর তার ডায়েটে আদা চা, গরম দুধ ও বাদাম রাখেন। এছাড়া ভেজিটেবল স্যুপ ও ফলমূলও তার মেনুতে নিয়মিত থাকে। তিনি নিয়মিত গরম পানিও পান করেন। যা পেটের জন্য উপকারী ও ত্বককে আর্দ্র রাখে।

তথ্যসূত্র: এনডিটিভি/ভোগ/ টাইমস অব ইন্ডিয়া/ইন্ডিয়া টুডে/হার্পার্স বাজার