ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উখিয়ার সেই ১৩ শিক্ষার্থী পরীক্ষায় বসছেন! চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন কোম্পানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের যোগসাজশে চলছে আ.লীগ নেতার ইটভাটা মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী ফুসফুস জনিত রোগে কুবির আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে বর্ণিল উৎসব রংপুরে বাংলা বর্ষবরণে বর্ণিল আনন্দ শোভাযাত্রা টঙ্গীতে আওয়ামী লীগের ‘গোপন ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের বাধা, সংঘর্ষে আহত ৫

চীনে করোনার মত নতুন বিধ্বংসী ভাইরাস সংক্রমণের ঝুঁকি

অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ১৪৯ Time View

চীনে করোনাভাইরাস সংক্রমণের ৫ বছর পর এবার দ্রুত ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি)।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে হাসপাতাল ও শ্মশানগুলোতে রোগীর চাপ বাড়ার চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯-এর মতো একাধিক ভাইরাস একসঙ্গে চীনে তাণ্ডব চালাচ্ছে।

কেউ কেউ দাবি করছেন, দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যদিও এ তথ্য এখনো নিশ্চিত করেনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, রোগগুলোর নিয়ন্ত্রণে একটি নতুন পদ্ধতি তৈরির কাজ চলছে।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, শীত ও বসন্তকালে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, তবে এবার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে। তবুও, ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে করোনার মতো আরেকটি বিধ্বংসী সংকট সৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

চীনে করোনার মত নতুন বিধ্বংসী ভাইরাস সংক্রমণের ঝুঁকি

অনলাইন ডেস্ক
Update Time : ০৪:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

চীনে করোনাভাইরাস সংক্রমণের ৫ বছর পর এবার দ্রুত ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি)।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে হাসপাতাল ও শ্মশানগুলোতে রোগীর চাপ বাড়ার চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দাবি করা হয়েছে, ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯-এর মতো একাধিক ভাইরাস একসঙ্গে চীনে তাণ্ডব চালাচ্ছে।

কেউ কেউ দাবি করছেন, দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যদিও এ তথ্য এখনো নিশ্চিত করেনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, রোগগুলোর নিয়ন্ত্রণে একটি নতুন পদ্ধতি তৈরির কাজ চলছে।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের কর্মকর্তা ক্যান বিয়াও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, শীত ও বসন্তকালে শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, তবে এবার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হবে বলে আশা করা হচ্ছে। তবুও, ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী তীব্র শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে করোনার মতো আরেকটি বিধ্বংসী সংকট সৃষ্টি হতে পারে।