নতুন বছরের অঙ্গীকার
জাতীয় ঐক্য,রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

- Update Time : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ৭৯ Time View
০১ জানুয়ারি বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয় জাতীয় শক্তির উদ্যোগে নতুন বছরের অঙ্গীকার “জাতীয় ঐক্য, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় শক্তির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব আকবর হোসেন পাঠান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিলকিস খন্দকার। সম্মানিত অতিথি ছিলেন রাজনৈতিক, মানবাধিকার ও সমাজ কর্মী এস. এম. ইদ্রীস আলী। আরো বক্তব্য রাখেন এস এম দুররুল হুদা মারুফ, মোঃ আমান উল্লাহ, মোঃ আব্দুল আলিম, কাউসার মাঝি, মোঃ জুয়েল রানা প্রমুখ।
বক্তারা বলেন, নতুন বছরে নতুন সরকার গঠিত হবে এবং রাষ্ট্রের জরুরী সংস্কার করতে হবে। ঐক্যবদ্ধ জাতি ছাড়া উন্নয়ন সম্ভব না। নতুন প্রজন্ম আমাদের কাছে অনেক প্রত্যাশা করে ২০২৫ এর কাছ থেকে। বর্তমানে বাংলাদেশে বেকারত্বের অভিশাপে নিমজ্জিত। দেশ কারো বাবার না, নিজেরও না, দেশ হলো জনতার। দ্রুত নির্বাচন না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। দেশের মানুষ লড়াই করে জীবন দেয় কিছু মানুষের সুখের জন্য নয়। দেশের বন্ধ থাকা শিল্প কারখানা পুনরায় চালু করতে হবে। বাংলাদেশে শিক্ষা ও চিকিৎসার উন্নতি করতে হবে। উত্তর বঙ্গের সাথে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়