ব্রেকিং নিউজঃ
ধলেশ্বরী টোলপ্লাজায় দুর্ঘটনা: সেই বেপারী বাসের মালিক গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Update Time : ০৩:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ১২০ Time View
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় প্রাইভেটকার ও মোটরসাইকেল চাপা দেওয়া সেই বাসের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেস ছিল না। এছাড়া মাদকাসক্ত ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়।
মুন্সিগঞ্জের হাসাড়া হাইওয়ে থানায় শনিবার নিহতের স্বজনের দায়ের করা মামলায় বাস মালিককেও আসামি করা হয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :
গ্রেফতার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোলপ্লাজা বাসের মালিক মাদারীপুর সড়ক দুর্ঘটনা হাইওয়ে পুলিশ