গাজীপুরে ওয়ালটনের শোভাযাত্রা অনুষ্ঠিত

- Update Time : ০২:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ১০৫ Time View
ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন -২১ উপলক্ষে ওয়ালটন প্লাজা হারিনাল এবং ওয়ালটন প্লাজা জয়দেবপুর শাখার উদ্দ্যোগে বর্ণাঢ্য র্যালির অনুষ্ঠিত হয়, র্যালিটি উদ্ভোদন করেন গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম , এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিভিশন -০২ এর চিফ ডিভিশনাল অফিসার মো:শাহাদৎ হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মো: সালেহ আহমেদ, এবং ওয়ালটন এর মোবাইল মনিটরিং শাহেদুল আলম, রিজিওনাল সেলস ম্যানেজার মো:মোশারফ হোসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার আবরার রুম্মান, এরিয়ার সকল প্লাজা ম্যানেজার বৃন্দ।
বর্তমানে অফার এর মাধ্যমে কাস্টমার ফ্রিজ, টিভি, ওয়াসিং মেশিন এবং বি এল ডি সি ফ্যান ক্রয় করে পেতে পারেন ২০ লক্ষ টাকা পুরস্কার, এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। র্যালি টি গাজীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ওয়ালটন প্লাজা হারিনাল শাখায় এসে সমাপ্ত হয়।