ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় ডেস্ক
  • Update Time : ০৩:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ৬৪ Time View

বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। ৬ ঘণ্টা পর আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে এর পরও ভবনের কিছু জায়গায় আগুনের অস্তিত্ব ছিল। আরও প্রায় ৪ ঘণ্টার চেষ্টায়, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভবনটির সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে ১৯ ইউনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

এদিকে আগুন লাগা ৭ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের সামনে অবস্থান করছেন। তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে নয়তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

আগুন লাগার ঘটনায় সচিবালয়ের বিভিন্ন ভবন বিদ্যুৎহীন। লিফটগুলোও বন্ধ। তাই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারছেন না।

বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একটি বাদে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার সবগুলো গেট বন্ধ রয়েছে।

সচিবালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী প্রেসক্লাবের দিকের ৫ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করছেন। তাই গেটের সামনে ভিড় জমে গেছে।

প্রবেশ করেও সচিবালয়ে অফিস করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরাসচিবালয় চত্বরে আড্ডা দিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয়ের ২০ তলা ৬ নম্বর ভবন বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় যারা প্রবেশ করেছেন তারা অফিস করতে পারছেন না। লিফট বন্ধ থাকায় ৬ নম্বর ভবনের উপরের তলার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় চত্বরে অবস্থান করতে দেখা গেছে। অন্যান্য ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সচিবালয় চত্বরে আড্ডা দিচ্ছেন।

কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, এ অবস্থায় আজকে সচিবালয় বন্ধ রাখা যেত। কষ্ট করে প্রবেশ করেও তো অফিস করা যাচ্ছে না।

আগুন লাগা ৭ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সাত নম্বর ভবনের সামনে অবস্থান করছেন। তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে নয় তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবংসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়)।

কমিটিকে সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কি না তা উদঘাটন করতে বলা হয়েছে। এছাড়া এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশও দেবে তদন্ত কমিটি।

কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

Please Share This Post in Your Social Media

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় ডেস্ক
Update Time : ০৩:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগে। ৬ ঘণ্টা পর আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তবে এর পরও ভবনের কিছু জায়গায় আগুনের অস্তিত্ব ছিল। আরও প্রায় ৪ ঘণ্টার চেষ্টায়, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ভবনটির সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে ১৯ ইউনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

এদিকে আগুন লাগা ৭ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের সামনে অবস্থান করছেন। তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে নয়তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

আগুন লাগার ঘটনায় সচিবালয়ের বিভিন্ন ভবন বিদ্যুৎহীন। লিফটগুলোও বন্ধ। তাই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করেও অফিস করতে পারছেন না।

বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একটি বাদে সচিবালয়ে প্রবেশ ও বের হওয়ার সবগুলো গেট বন্ধ রয়েছে।

সচিবালয়ের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী প্রেসক্লাবের দিকের ৫ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে প্রবেশ করছেন। তাই গেটের সামনে ভিড় জমে গেছে।

প্রবেশ করেও সচিবালয়ে অফিস করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরাসচিবালয় চত্বরে আড্ডা দিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা

সচিবালয়ের ২০ তলা ৬ নম্বর ভবন বিদ্যুৎহীন। বিদ্যুৎ না থাকায় যারা প্রবেশ করেছেন তারা অফিস করতে পারছেন না। লিফট বন্ধ থাকায় ৬ নম্বর ভবনের উপরের তলার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় চত্বরে অবস্থান করতে দেখা গেছে। অন্যান্য ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সচিবালয় চত্বরে আড্ডা দিচ্ছেন।

কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, এ অবস্থায় আজকে সচিবালয় বন্ধ রাখা যেত। কষ্ট করে প্রবেশ করেও তো অফিস করা যাচ্ছে না।

আগুন লাগা ৭ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও সাত নম্বর ভবনের সামনে অবস্থান করছেন। তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৭ নম্বর ভবনের ৬ তলা থেকে নয় তলা পর্যন্ত ফ্লোরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ফ্লোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবংসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে।
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়)।

কমিটিকে সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কি না তা উদঘাটন করতে বলা হয়েছে। এছাড়া এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশও দেবে তদন্ত কমিটি।

কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।