গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- Update Time : ০৩:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
- / ১৭৭ Time View
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হচ্ছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন ভাংনাহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করেই কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারখানা ও এর আশেপাশের এলাকায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতোমধ্যে কাজে যোগ দিয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো তিনটি ইউনিট যোগ হয়। আগুনের অবস্থা খুবই ভয়াবহ। কেমিক্যাল গুদামের মজুত ড্রাম বিস্ফোরিত হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































































































