ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিন সৈকতে হাত-পা বাঁধা তরুণের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ১২১ Time View

কক্সবাজারে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, দ্বীপের উত্তর সৈকত এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহতের হাত-পা পেছন থেকে বাঁধা ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে।

ওসি আরও বলেন, কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

সেন্টমার্টিন সৈকতে হাত-পা বাঁধা তরুণের মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
Update Time : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের সৈকত থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, দ্বীপের উত্তর সৈকত এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহতের হাত-পা পেছন থেকে বাঁধা ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে।

ওসি আরও বলেন, কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।