ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে – ইউজিসি চেয়ারম্যান রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সব করবে জাতিসংঘ জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার

চমক নিয়ে ফিরছে ব্ল্যাক প্যান্থার

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৯৮ Time View

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল পর্দায় ফিরে আসছে ‘ব্ল্যাক প্যান্থার ‘। তৃতীয় কিস্তিটি হবে আরও বেশি উপভোগ্য। অবশেষে মার্ভেল স্টুডিওস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ছবিটির ব্যাপারে। সেখানে জানানো হলো, এই ছবির প্রযোজক হিসেবে থাকবেন নেট মুর।

মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফেইগি এই ঘোষণা দেওয়ার সময় মুরের প্রশংসা করেন। তিনি জানান, মুর এখন মার্ভেল থেকে বেরিয়ে ব্যক্তিগতভাবে প্রযোজনার কাজ করবেন। ফেইগি বলেন, ‘নেট মুর একজন অসাধারণ সহকর্মী। আমাদের সকলের খুব ভালো বন্ধু। তিনি ২০১০ সাল থেকে আমাদের দলের সদস্য ছিলেন। তার প্রভাব আমাদের গল্প বলার মধ্যে ধরা পড়বে। আমরা তাকে অনেক মিস করব। তবে আমরা তার পরবর্তী কাজ দেখার জন্য অপেক্ষা করছি। পাশাপাশি ‘ব্ল্যাক প্যান্থার ৩’ ছবিতে তার সঙ্গে আবারও কাজ করার সুযোগও পাচ্ছি।’

নেট মুর ২০১৮ সালের ‘ব্ল্যাক প্যান্থার’ এবং ২০২২ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়াকান্ডা ফরএভার’ ছবির প্রযোজনা করেন। তিনি বলেন, ‘মার্ভেল স্টুডিওসে শুরু থেকেই আমি প্রযোজনার ব্যাপারে অনেক কিছু শিখেছি। আমি ভাগ্যবান যে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি যারা চলচ্চিত্র এবং গল্পের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা রাখে। এখন আমি নতুন করে যাত্রা করছি নিজস্ব প্রযোজনার পৃথিবীতে। সেইসাথে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ এর মাধ্যমে আবারও ওয়াকান্ডার জগতে ফিরে আসতে যাচ্ছি। এর গল্প ও নির্মাণে অনেক চমক থাকবে।’

‘ব্ল্যাক প্যান্থার’ চলচ্চিত্রটি মূলত ওয়াকান্ডার রাজা ত’চল্লাকে কেন্দ্র করে। তিনিই ব্ল্যাক প্যান্থার হিসেবে পরিচিত। এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। তার অকাল প্রয়াণের পর ওয়াকান্ডা ফরএভার ছবিতে ত’চল্লার বোন শুরি ব্ল্যাক প্যান্থারের ভূমিকা গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ওয়াকান্ডার নতুন অধ্যায় শুরু হয়। সেই চরিত্রে অভিনয় করেন লেটিশিয়া রাইট।

আবারও ‘ব্ল্যাক প্যান্থার’র ফিরে আসার ঘোষণা ওয়াকান্ডার পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকের মধ্যে নতুন আগ্রহের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

চমক নিয়ে ফিরছে ব্ল্যাক প্যান্থার

বিনোদন ডেস্ক
Update Time : ০৬:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল পর্দায় ফিরে আসছে ‘ব্ল্যাক প্যান্থার ‘। তৃতীয় কিস্তিটি হবে আরও বেশি উপভোগ্য। অবশেষে মার্ভেল স্টুডিওস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ছবিটির ব্যাপারে। সেখানে জানানো হলো, এই ছবির প্রযোজক হিসেবে থাকবেন নেট মুর।

মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফেইগি এই ঘোষণা দেওয়ার সময় মুরের প্রশংসা করেন। তিনি জানান, মুর এখন মার্ভেল থেকে বেরিয়ে ব্যক্তিগতভাবে প্রযোজনার কাজ করবেন। ফেইগি বলেন, ‘নেট মুর একজন অসাধারণ সহকর্মী। আমাদের সকলের খুব ভালো বন্ধু। তিনি ২০১০ সাল থেকে আমাদের দলের সদস্য ছিলেন। তার প্রভাব আমাদের গল্প বলার মধ্যে ধরা পড়বে। আমরা তাকে অনেক মিস করব। তবে আমরা তার পরবর্তী কাজ দেখার জন্য অপেক্ষা করছি। পাশাপাশি ‘ব্ল্যাক প্যান্থার ৩’ ছবিতে তার সঙ্গে আবারও কাজ করার সুযোগও পাচ্ছি।’

নেট মুর ২০১৮ সালের ‘ব্ল্যাক প্যান্থার’ এবং ২০২২ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়াকান্ডা ফরএভার’ ছবির প্রযোজনা করেন। তিনি বলেন, ‘মার্ভেল স্টুডিওসে শুরু থেকেই আমি প্রযোজনার ব্যাপারে অনেক কিছু শিখেছি। আমি ভাগ্যবান যে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি যারা চলচ্চিত্র এবং গল্পের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা রাখে। এখন আমি নতুন করে যাত্রা করছি নিজস্ব প্রযোজনার পৃথিবীতে। সেইসাথে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ এর মাধ্যমে আবারও ওয়াকান্ডার জগতে ফিরে আসতে যাচ্ছি। এর গল্প ও নির্মাণে অনেক চমক থাকবে।’

‘ব্ল্যাক প্যান্থার’ চলচ্চিত্রটি মূলত ওয়াকান্ডার রাজা ত’চল্লাকে কেন্দ্র করে। তিনিই ব্ল্যাক প্যান্থার হিসেবে পরিচিত। এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। তার অকাল প্রয়াণের পর ওয়াকান্ডা ফরএভার ছবিতে ত’চল্লার বোন শুরি ব্ল্যাক প্যান্থারের ভূমিকা গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ওয়াকান্ডার নতুন অধ্যায় শুরু হয়। সেই চরিত্রে অভিনয় করেন লেটিশিয়া রাইট।

আবারও ‘ব্ল্যাক প্যান্থার’র ফিরে আসার ঘোষণা ওয়াকান্ডার পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকের মধ্যে নতুন আগ্রহের জন্ম দিয়েছে।