ব্রেকিং নিউজঃ
সাকিবের নামে সমন জারি, আদালতে হাজির হওয়ার নির্দেশ

স্পোর্টস ডেস্ক
- Update Time : ০৭:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ১১০ Time View
দেশ সেরা ক্রিকেটার ও আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের ‘চেক ডিজঅনার’ মামলায় সমন জারি করেছেন আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এই সমন জারি করেন। এতে বলা হয়েছে, আগামী ১৮ জানুয়ারির মধ্যে সাকিবকে আদালতে হাজির হতে হবে।
আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম বলেন, আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর এ মামলা করেন।
মামলায় সাকিবের পাশাপাশি তার কোম্পানি আল হাসান অ্যাগ্রো ফার্ম, ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগমকেও আসামি করা হয়।
তিনি বলেন, এ বিষয়ে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।