রেজিস্টার খাতা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ায় পুলিশ সুপার বরাবর অভিযোগ

- Update Time : ০৪:৪৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
- / ১৯৮ Time View
নীলফামারী দারোয়ানী টেক্সটাইল আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার যাবতীয় আয় ব্যায়ের হিসাবাদীর রেজিস্ট্রার খাতা, আয়ের রশিদ ও ব্যায়ের ভাউচারাদী জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগে নীলফামারী পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছে সাবেক মহতামিম মাওলানা আমিনুল্লাহ।
অভিযোগের প্রেক্ষিতে যায় যে, গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক নয়টার সময় বর্তমান মহতামিম মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা ইমামুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ, মাওলানা জিল্লুর রহমান সহ আরো অনেকে জোরপূর্বক অত্র মাদ্রাসার হিসাব রক্ষক মোহাম্মদ দুরুল হুদার নিকট হইতে ১৬ টি রেজিস্টার খাতা জোরপূর্বক ছিনিয়ে নিয়া যায়। পরে ১০ ডিসেম্বর সকালে হিসাব রক্ষকের কাছে আয়ের রশিদ বই এবং ব্যায়ের যাবতীয় ভাউচারাদি তলব করিতে থাকে।
এ বিষয়ে অত্র মাদ্রাসার সাবেক মোহতামিম মাওলানা আমিনুল্লাহ বলেন,আমি ৪২ বছর যাবত এই মাদ্রাসা তিলে তিলে গরে তুলেছি। দীর্ঘদিন ধরেন কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসতেছে। আমাকে বড় ধরনের বিপদে ফেলার জন্য এসব রেজিস্টার খাতা জোরপূর্বক হিসাব রক্ষকের কাছ থেকে লইয়া যায়। আমি নিরুপায় হয়ে জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দেই।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়