ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ২৪ ঘণ্টার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাকিস্তান সেনা-তালেবানের মধ্যে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা তিন সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয় আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আদালত প্রাঙ্গণে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ওপর ডিম-জুতা-ঝাড়ু নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৪:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / ২৪৩ Time View

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের উপর ডিম নিক্ষেপ করেছে সাধারণ জনতা। এ সময় ঝাড়ু নিয়েও তার ওপর আক্রমণ করা হয়। পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে ওঠালে বিক্ষুব্ধ জনতা পিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি মামলার হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয় তাকে। তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।

এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাসি চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে পিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন। এমন সময় আশপাশে দাড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে এবং ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে বিজিবি গ্রেফতার করে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

আদালত প্রাঙ্গণে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ওপর ডিম-জুতা-ঝাড়ু নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
Update Time : ০৪:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের উপর ডিম নিক্ষেপ করেছে সাধারণ জনতা। এ সময় ঝাড়ু নিয়েও তার ওপর আক্রমণ করা হয়। পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে ওঠালে বিক্ষুব্ধ জনতা পিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে একটি মামলার হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয় তাকে। তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।

এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাসি চাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে পিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন। এমন সময় আশপাশে দাড়িয়ে থাকা বিএনপির কিছু লোকজন স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে এবং ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু দিয়ে আঘাত করে। পরে পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে বিজিবি গ্রেফতার করে।

নওরোজ/এসএইচ