ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নোয়াখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা অ্যাকশনে নেমেছেন সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম সম্পত্তির জন‍্য পিতাকে কোপালো দুই ছেলে মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার আওয়ামী লীগের বটবাহিনী আমার সকল আত্মীয়-স্বজনদের টার্গেট করেছে : প্রেস সচিব প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে : তারেক রহমান

বাইকের দাগ স্ক্র্যাচ দূর করার ঘরোয়া উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • Update Time : ০৬:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৪৩ Time View

প্রতিদিন বাইক নিয়ে বের হচ্ছেন। ধুলা-বালিতে বাইক নোংরা হয়ে যায়। আবার রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়ে যাওয়া নতুন কিছু নয়। তবে নিয়মিত বাইকের দাগ, ময়লা, স্ক্র্যাচ দূর না করলে বড় সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে যে সমস্যা সেটা হচ্ছে বাইকের লুকটাই খারাপ হয়ে যায়।

খুব সহজে বাড়িতে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। সময়মতো পালিশ না করলে স্কুটি বা বাইকের পার্টস দ্রুত নষ্টও হয়ে যেতে পারে। দোকানে পালিশ করাতে গেলেই অনেক টাকার ধাক্কা। কিন্তু বাড়িতেই হবে সুন্দর বাইক পালিশ।

এজন‍্য লাগবে কেবল টুথপেস্ট। টুথপেস্ট প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে। সবারই সকাল শুরু হয় ব্রাশে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে। খুব সহজে টুথপেস্ট দিয়েই চকচকে করে তুলতে পারবেন বাইক, স্কুটি।

টুথপেস্ট দিয়ে বাইক পরিষ্কার করতে চাই মাত্র ৩ টি জিনিস। সাদা রঙের একটি টুথপেস্ট, সঙ্গে কোনো নরম কাপড় (মাইক্রোফাইবার কাপড়) আর পানি। এতেই হবে। জেনে নিন কীভাবে কাজটি করবেন-

>> প্রথমে বাইক বা স্কুটিকে একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। বাইরের ধুলো এবং ময়লা যাতে চলে যায়। এবার অল্প পরিমাণে সাদা টুথপেস্ট নিন এবং যে জায়গায় স্ক্র‍্যাচ বা যে কোনো দাগ রয়েছে সেখানে ভালো করে ঘষুন।

>> ঘষার পর পরিষ্কার ও ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এবার একটি শুকনো কাপড় দিয়ে বাইকটি মুছুন। তবে ঘষার সময় সতর্ক থাকবেন। খুব জোরালে ভাবে ঘষলে অনেক সময় দাগ পড়ে যেতে পারে।

>> বাইকের গায়ে যে জায়গায় পেন্ট রয়েছে বা আঁকা রয়েছে সেখানে আরও আলতো ভাবে ঘষুন। টুথপেস্টে হাইটেনিং এজেন্ট থাকলে ব‍্যবহার করবেন না।

 

সূত্র: নিউজ ১৮

Please Share This Post in Your Social Media

বাইকের দাগ স্ক্র্যাচ দূর করার ঘরোয়া উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
Update Time : ০৬:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

প্রতিদিন বাইক নিয়ে বের হচ্ছেন। ধুলা-বালিতে বাইক নোংরা হয়ে যায়। আবার রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ পড়ে যাওয়া নতুন কিছু নয়। তবে নিয়মিত বাইকের দাগ, ময়লা, স্ক্র্যাচ দূর না করলে বড় সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে যে সমস্যা সেটা হচ্ছে বাইকের লুকটাই খারাপ হয়ে যায়।

খুব সহজে বাড়িতে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। সময়মতো পালিশ না করলে স্কুটি বা বাইকের পার্টস দ্রুত নষ্টও হয়ে যেতে পারে। দোকানে পালিশ করাতে গেলেই অনেক টাকার ধাক্কা। কিন্তু বাড়িতেই হবে সুন্দর বাইক পালিশ।

এজন‍্য লাগবে কেবল টুথপেস্ট। টুথপেস্ট প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে। সবারই সকাল শুরু হয় ব্রাশে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে। খুব সহজে টুথপেস্ট দিয়েই চকচকে করে তুলতে পারবেন বাইক, স্কুটি।

টুথপেস্ট দিয়ে বাইক পরিষ্কার করতে চাই মাত্র ৩ টি জিনিস। সাদা রঙের একটি টুথপেস্ট, সঙ্গে কোনো নরম কাপড় (মাইক্রোফাইবার কাপড়) আর পানি। এতেই হবে। জেনে নিন কীভাবে কাজটি করবেন-

>> প্রথমে বাইক বা স্কুটিকে একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। বাইরের ধুলো এবং ময়লা যাতে চলে যায়। এবার অল্প পরিমাণে সাদা টুথপেস্ট নিন এবং যে জায়গায় স্ক্র‍্যাচ বা যে কোনো দাগ রয়েছে সেখানে ভালো করে ঘষুন।

>> ঘষার পর পরিষ্কার ও ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এবার একটি শুকনো কাপড় দিয়ে বাইকটি মুছুন। তবে ঘষার সময় সতর্ক থাকবেন। খুব জোরালে ভাবে ঘষলে অনেক সময় দাগ পড়ে যেতে পারে।

>> বাইকের গায়ে যে জায়গায় পেন্ট রয়েছে বা আঁকা রয়েছে সেখানে আরও আলতো ভাবে ঘষুন। টুথপেস্টে হাইটেনিং এজেন্ট থাকলে ব‍্যবহার করবেন না।

 

সূত্র: নিউজ ১৮