সীমান্তের সীমানা পিলার এর ওপারে মিললো বৃদ্ধের মরদেহ

- Update Time : ০৮:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫৩ Time View
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতের অংশে আশরাফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে সীমানা পিলার ১২৫১ এর ওপারে মরদেহটি পাওয়া যায়। নিহত বৃদ্ধ উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, লাকড়ি সংগ্রহ করতে সীমান্তের ওপারে গিয়েছিলেন আশরাফ উদ্দিন। পরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সীমান্তের ওপার থেকে লাকড়ি সংগ্রহ করতে যান তার বাবা। পরে আর তিনি আর বাড়ি ফিরেননি। বুধবার সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে কালাইরাগ সীমান্তের ১২৫১ পিলারের প্রায় ২০০ ফুট ভেতরে ভারতীয় অংশে মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা বিজিবিকে খবর দেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক চলছে। মরদেহ হস্তান্তর করা হলে বোঝা যাবে কীভাবে মৃত্যু হয়েছে।