ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক কারামুক্ত শহিদুল আলম, গেলেন তুরস্কে অটোরিকশা চালকের হামলায় পুলিশ কনস্টেবল আহত

আর্থিক অনটনের শিকার জাস্টিন বিবার

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৯:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / ১৮৯ Time View

বিশ্বের অন্যতম পপতারকা তিনি। যার নামে কেঁপে ওঠে সংগীতাঙ্গন। অর্থবিত্ত, জনপ্রিয়তা যার পদতলে। সেই জাস্টিন বিবারই কিনা এখন আর্থিক সংকটে! এমন খবরই উঠে এসেছে গণমাধ্যমে।

দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, র‌্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত সংগীতশিল্পী হয়তো এবার বাধ্য হয়ে ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার। বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতে হবেই বলে শোনা যাচ্ছে। আরো শোনা যাচ্ছে, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন। তাদের জন্যই নাকি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে।

রাডার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন। নাম র‌্যামসে হান্ট সিনড্রোম। যার ফলে কাজে ভাটা পড়েছে তার, অথচ কমেনি জীবনযাপনের খরচ।

শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনো জিনিসের দাম বা নিজের ব্যাংক ব্যালেন্স কোথাও নজর না দিয়ে খরচ করে যান। ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই।’

স¤প্রতি ৩ লাখ ৮০ হাজার ৩৪৯ ডলারের ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় তার ১৬.৬ মিলিয়ন ডলারের যে এস্টেট আছে, সেটার জন্যই করের ধাক্কা।

এদিকে ২০২৩ সাল থেকে কোনো ট্যুর তিনি করেননি এবং ২০২১ সালের পর থেকে কোনো অ্যালবামও রিলিজ করেননি তার। পপতারকার জন্য সবচেয়ে দ্রæত আয়ের মাধ্যম হচ্ছে মিউজিক্যাল ট্যুর করা। কিন্তু তাতে বাধ সাধতে পারে তার স্বাস্থ্য। ফেসিয়াল প্যারালিসিস, শ্রবণশক্তি হ্রাস, ভার্টিগো, গলার সমস্যার মতো একাধিক লক্ষণ দেখা দিতে পারে বলে জানা যাচ্ছে। এখন পরিস্থিতির মোকাবেলা করতে কোন পথ বাছেন জাস্টিন, সে দিকেই নজর অনুরাগীদের। ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন জাস্টিন বিবার।

শোনা যাচ্ছিল, স্ত্রী হেইলি বিবারের সঙ্গে নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তিনি। যদিও এসব গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করেন। আগস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে। তাই বিচ্ছেদের খবরটি যে শুধুই গুজব, তা প্রমাণিত হয়েছে। নিজের স্ত্রীর সঙ্গে বেশ সুখী দাম্পত্য জীবন কাটছে এই পপতারকার।

Please Share This Post in Your Social Media

আর্থিক অনটনের শিকার জাস্টিন বিবার

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৯:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

বিশ্বের অন্যতম পপতারকা তিনি। যার নামে কেঁপে ওঠে সংগীতাঙ্গন। অর্থবিত্ত, জনপ্রিয়তা যার পদতলে। সেই জাস্টিন বিবারই কিনা এখন আর্থিক সংকটে! এমন খবরই উঠে এসেছে গণমাধ্যমে।

দি ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, র‌্যামসে হান্ট সিন্ড্রোমে আক্রান্ত সংগীতশিল্পী হয়তো এবার বাধ্য হয়ে ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার। বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতে হবেই বলে শোনা যাচ্ছে। আরো শোনা যাচ্ছে, গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন। তাদের জন্যই নাকি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে।

রাডার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন। নাম র‌্যামসে হান্ট সিনড্রোম। যার ফলে কাজে ভাটা পড়েছে তার, অথচ কমেনি জীবনযাপনের খরচ।

শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনো জিনিসের দাম বা নিজের ব্যাংক ব্যালেন্স কোথাও নজর না দিয়ে খরচ করে যান। ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই।’

স¤প্রতি ৩ লাখ ৮০ হাজার ৩৪৯ ডলারের ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় তার ১৬.৬ মিলিয়ন ডলারের যে এস্টেট আছে, সেটার জন্যই করের ধাক্কা।

এদিকে ২০২৩ সাল থেকে কোনো ট্যুর তিনি করেননি এবং ২০২১ সালের পর থেকে কোনো অ্যালবামও রিলিজ করেননি তার। পপতারকার জন্য সবচেয়ে দ্রæত আয়ের মাধ্যম হচ্ছে মিউজিক্যাল ট্যুর করা। কিন্তু তাতে বাধ সাধতে পারে তার স্বাস্থ্য। ফেসিয়াল প্যারালিসিস, শ্রবণশক্তি হ্রাস, ভার্টিগো, গলার সমস্যার মতো একাধিক লক্ষণ দেখা দিতে পারে বলে জানা যাচ্ছে। এখন পরিস্থিতির মোকাবেলা করতে কোন পথ বাছেন জাস্টিন, সে দিকেই নজর অনুরাগীদের। ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন জাস্টিন বিবার।

শোনা যাচ্ছিল, স্ত্রী হেইলি বিবারের সঙ্গে নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তিনি। যদিও এসব গুঞ্জনের মধ্যেই জাস্টিন ও তার স্ত্রী হেইলি ষষ্ঠ বিবাহবার্ষিকী পালন করেন। আগস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে। তাই বিচ্ছেদের খবরটি যে শুধুই গুজব, তা প্রমাণিত হয়েছে। নিজের স্ত্রীর সঙ্গে বেশ সুখী দাম্পত্য জীবন কাটছে এই পপতারকার।