সন্ত্রাসীর শাস্তির দাবিতে টঙ্গীতে বিএনপির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

- Update Time : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ১৩৪ Time View
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি, সহযোগী সংগঠন এবং এলাকাবাসী।
শনিবার বিকেলে এরশাদনগর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন, এরশাদ নগরের সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ও অস্ত্র কারবারী কামরুল ইসলাম কামু এলাকায় একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে প্রায় তিন ডজন মামলা থাকলেও, তাকে গ্রেফতারে ব্যর্থ হয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, কামু ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদদপুষ্ট একজন সন্ত্রাসী। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় তাণ্ডব চালায়। তার নেতৃত্বে গঠিত সন্ত্রাসী বাহিনী এলাকায় বোমাবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী কামুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সম্প্রতি যৌথ বাহিনী অভিযান চালিয়ে কামুর দুই সহযোগীকে গ্রেফতার করলেও, কামু কৌশলে পালিয়ে যায়।
এ সময় উপস্থিত ছিলেন মোঃনূরুল হক (সাবেক সাধারণ সম্পাদক) ৪৯ নং ওয়ার্ড বি এন পি, মোঃ অলিউল্লাহ (সাবেক সিঃ সহ-সভাপতি) ৪৯ নং ওয়ার্ড বি এন পি, মোঃ হেলাল উদ্দিন (সিঃ সহ-সভাপতি) ৪৯ নং ওয়ার্ড বি এন পি, মোঃ চাঁন মিয়া প্রধান (সাধারণ সম্পাদক) ৪৯ নং ওয়ার্ড বি এন পি, মোঃ আবুল কালাম নূর( সাধারণ সম্পাদক) ৪৯ নং ওয়ার্ড যুবদল, বি এন পি নেতা নাজিউর রহমান সুমন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা লিপু মোল্লা, ৪৯ নং যুবদলের সাংগঠনিক সম্পাদক রশিদ আহমেদ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়