ধর্ষণের অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে গ্রেপ্তার

- Update Time : ০১:২৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৬৫ Time View
নরওয়ের ক্রাউন প্রিন্স হাকনের ২৭ বছর বয়সী ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) নরওয়ের পুলিশ এই তথ্য নিশ্চিত করে।
মারিয়াস বোর্গ হোইবি, যিনি ক্রাউন প্রিন্সেস মেটে-মেরিটের আগে থেকেফ জন্ম নেওয়া সন্তান, তাকে ফৌজদারি আইন ভঙ্গ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি এমন একজন ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, যিনি তখন অচেতন বা প্রতিরোধ করার সক্ষমতা হারিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সী মারিয়াসের বিরুদ্ধে আরও চারজন নারী ও একজন পুরুষের সঙ্গে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- তিনজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় তাদের নিপীড়ন করা এবং এক তরুণকে হত্যার হুমকি দেওয়া।
উল্লেখ্য, মারিয়াস নরওয়ের যুবরাজ্ঞী মেটে-ম্যারিটের বড় ছেলে। মেটে-ম্যারিট ২০০১ সালে নরওয়ের ক্রাউন প্রিন্স হোক্কনকে বিয়ে করেন। তবে মারিয়াসের জন্ম হয় এই বিয়ের আগেই। রাজকীয় প্রাসাদ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। যদিও মেটে-ম্যারিট ও হোক্কনের দুই সন্তান রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা (২০) ও রাজকুমার সার্ভার ম্যাগনাস (১৮) আনুষ্ঠানিক রাজকীয় দায়িত্ব পালন করেন, মারিয়াসের কোনো রাজকীয় দায়িত্ব নেই। তবে ছোটবেলা থেকে দুই ভাইবোনের সঙ্গেই বেড়ে উঠেছেন তিনি।
নওরোজ/এসএইচ