তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

- Update Time : ০৮:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১৯০ Time View
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা; সে বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে সময় পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থী মতিউর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এদিন দুপুরে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে শিক্ষামন্ত্রণালয়ে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধিদল।
বৈঠকে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমযার্দা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম।
এদিকে ছাত্রদের পক্ষ থেকে ছিলেন, মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার
প্রসঙ্গত, সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। আজ (মঙ্গলবার) ‘ক্লোজডাউন’ কর্মসূচি চলছিল তাদের।
নওরোজ/এসএইচ