ইবি শিক্ষার্থী পরিবহনের বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

- Update Time : ০৩:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ৮১ Time View
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাসের ধাক্কায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের বাসিন্দা এবং মৃত নূর উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জাহিদুল ইসলাম সাইকেলে করে পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ছাত্রবাহী বাসটি তাঁকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, এবং সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
পুলিশ বাসটি জব্দ করেছে এবং মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাব উদ্দিন বলেন, নিহতের পরিবার অভিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।