লালবাগে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

- Update Time : ০৬:৩৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১১৬ Time View
রাজধানীর লালবাগ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো রিপন ব্যাপারী (২২), মোঃ সাজ্জাদ হোসেন সাগর (২৩) ও মোঃ সুমন (১৯)। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাত ১২:৩০ মিনিটে লালবাগের আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারস্থ লালবাগ টাওয়ার এলাকায় কতিপয় ছিনতাইকারী অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি টিম। এ সময় জনগণের সহায়তায় ছুরিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে লালবাগ থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা লালবাগের আজিমপুর রাস্তা দিয়ে যাওয়া পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান দ্রব্যাদি ছিনতাইয়ের জন্য অবস্থান করছিল।
লালবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত তিনজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।