ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

আবাসিকে এনডিই’র বাণিজ্যিক কার্যালয়, কোটি টাকা রাজস্ব ফাঁকি

মোহাম্মদ আলম
  • Update Time : ০৬:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ২৫০ Time View

রাজধানীর অভিজাত বনানী এলাকায় ডেভেলপার কোম্পানী ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’স (এনডিই) আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যালয় পরিচালনা করছে। এতে সরকার প্রতি বছর একদিকে যেমন কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়, অপরদিকে বছরের বছর স্পষ্টভাবে বিধি লঙ্ঘিত হলেও নির্বিকার রাজউক কর্তৃপক্ষ।

এনডিই কর্তৃপক্ষের ভাষ্য, বনানীতে অনেকেই এভাবে আবাসিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে। তারা (এনডিই) করলে দোষ কি? তাছাড়া এনডিই সরকারের বড় বড় কাজ করে। গত ৪০ বছর যাবৎ কাজ করে, এটা সবাই জানে।
রাজধানীর আবাসিক এলাকায় এভাবে বাণিজ্যিক কার্যালয় সম্পূর্ণ বে-আইনি বলে মতামত জানান নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র আইন শাখার একজন কর্মকর্তা।

জানা গেছে, বনানী আবাসিক এলাকার সি-ব্লকে ৪ নম্বর সড়কের ২২ নম্বর বাড়িতে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’স কোম্পানীর প্রধান কার্যালয়। ভবনের সামনের দেয়ালে প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেওয়া আছে। নওরোজের অনুসন্ধান টিম গত বৃহস্পতিবার বিকালে ভবনের প্রধান ফটকে একজন নিরাপত্তা প্রহরীর সাথে কথা বলে এনডিই’র কার্যালয়ের বিষয়টি নিশ্চিত হয়। তাছাড়া এনডিই’র ওয়েবসাইটেও কোম্পানীর প্রধান কার্যালয় হিসাবে ওই বাড়ির ঠিকানা দেওয়া আছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, বাণিজ্যিক ভবনের জন্য প্রতি বর্গফুটে শতকরা বার টাকা বাৎসরিক হোল্ডিং ট্যাক্স। আবাসিক ভবনের ক্ষেত্রে যা মাত্র চার টাকা। এনডিই’র নির্মিত ১০ তলা ভবনের প্রায় ২৫ হাজার বর্গফুট স্পেস বাণিজ্যিক হিসাবে ব্যবহার হচ্ছে। এতে প্রতি বছর কয়েক লাখ টাকা হিসাবে এতদিনে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন বিধি মোতাবেক আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যালয় করার ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার কথা না। কিন্তু এক্ষেত্রেও এনডিই সরকারি বিধি গ্রাহ্য করেনি। এনডিই’র কার্যক্রমে এত অনিয়ম থাকলেও রহস্যজনক কারণে সিটি কর্পোরেশন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জোনের অথোরাইজড অফিসার মো. কায়সার পারভেজের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে নওরোজকে বলেন, আবাসিক এলাকায় নির্মিত ভবনে বাণিজ্যিক কার্যালয় করার কোন নিয়ম নেই। এনডিএ’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’স (এনডিই)-র এডমিন কর্মকর্তা পরিচয়ে একজন মুঠোফোনে নওরোজকে বলেন, ‘বনানীতে ওই ভবনে এনডিই মাত্র এক হাজার বর্গফুটের একটা অফিস চালায়।’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৪ এর পরিচালক (এস্টেট) মো. কামরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আবাসিকে এনডিই’র বাণিজ্যিক কার্যালয়, কোটি টাকা রাজস্ব ফাঁকি

মোহাম্মদ আলম
Update Time : ০৬:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

রাজধানীর অভিজাত বনানী এলাকায় ডেভেলপার কোম্পানী ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’স (এনডিই) আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যালয় পরিচালনা করছে। এতে সরকার প্রতি বছর একদিকে যেমন কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়, অপরদিকে বছরের বছর স্পষ্টভাবে বিধি লঙ্ঘিত হলেও নির্বিকার রাজউক কর্তৃপক্ষ।

এনডিই কর্তৃপক্ষের ভাষ্য, বনানীতে অনেকেই এভাবে আবাসিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে। তারা (এনডিই) করলে দোষ কি? তাছাড়া এনডিই সরকারের বড় বড় কাজ করে। গত ৪০ বছর যাবৎ কাজ করে, এটা সবাই জানে।
রাজধানীর আবাসিক এলাকায় এভাবে বাণিজ্যিক কার্যালয় সম্পূর্ণ বে-আইনি বলে মতামত জানান নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র আইন শাখার একজন কর্মকর্তা।

জানা গেছে, বনানী আবাসিক এলাকার সি-ব্লকে ৪ নম্বর সড়কের ২২ নম্বর বাড়িতে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’স কোম্পানীর প্রধান কার্যালয়। ভবনের সামনের দেয়ালে প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেওয়া আছে। নওরোজের অনুসন্ধান টিম গত বৃহস্পতিবার বিকালে ভবনের প্রধান ফটকে একজন নিরাপত্তা প্রহরীর সাথে কথা বলে এনডিই’র কার্যালয়ের বিষয়টি নিশ্চিত হয়। তাছাড়া এনডিই’র ওয়েবসাইটেও কোম্পানীর প্রধান কার্যালয় হিসাবে ওই বাড়ির ঠিকানা দেওয়া আছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, বাণিজ্যিক ভবনের জন্য প্রতি বর্গফুটে শতকরা বার টাকা বাৎসরিক হোল্ডিং ট্যাক্স। আবাসিক ভবনের ক্ষেত্রে যা মাত্র চার টাকা। এনডিই’র নির্মিত ১০ তলা ভবনের প্রায় ২৫ হাজার বর্গফুট স্পেস বাণিজ্যিক হিসাবে ব্যবহার হচ্ছে। এতে প্রতি বছর কয়েক লাখ টাকা হিসাবে এতদিনে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন বিধি মোতাবেক আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যালয় করার ট্রেড লাইসেন্স ইস্যু হওয়ার কথা না। কিন্তু এক্ষেত্রেও এনডিই সরকারি বিধি গ্রাহ্য করেনি। এনডিই’র কার্যক্রমে এত অনিয়ম থাকলেও রহস্যজনক কারণে সিটি কর্পোরেশন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জোনের অথোরাইজড অফিসার মো. কায়সার পারভেজের কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে নওরোজকে বলেন, আবাসিক এলাকায় নির্মিত ভবনে বাণিজ্যিক কার্যালয় করার কোন নিয়ম নেই। এনডিএ’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার’স (এনডিই)-র এডমিন কর্মকর্তা পরিচয়ে একজন মুঠোফোনে নওরোজকে বলেন, ‘বনানীতে ওই ভবনে এনডিই মাত্র এক হাজার বর্গফুটের একটা অফিস চালায়।’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৪ এর পরিচালক (এস্টেট) মো. কামরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।