পেট্রোবাংলার সামনে চাকরি প্রত্যাশীদের অবরোধ

- Update Time : ০১:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ১১৫ Time View
মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। এতে করে পেট্রোবাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মচারী। রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন শুরু করেন।
অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়।
আন্দোলনকারীরা আরো বলেন, আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়