টঙ্গীতে ঝুট নিয়ে যুবদলের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
- Update Time : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১১ Time View
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে মহড়া ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় রয়েছে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ এলাকার মাসকো টেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ হয়। এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা যায় একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র হাতে এলোপাতাড়ি সাধারণ মানুষ ও রিকশা চালকদের মারধর করে।
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবী, দীর্ঘদিন যাবৎ মামলা, হামলার শিকার হয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন। আর ফ্যাসিবাদের পতনের পর অন্য এলাকা থেকে বহিরাগত এসে তাদের এলাকার কারখানার ঝুট মালামাল নিয়ে যায়। আজও তারা রাম দা, চাপাতি ও নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এজন্য তারা প্রতিরোধে নেমেছেন। অপর গ্রুপের লোকজনকে বক্তব্য নেওয়ার জন্য পাওয়া যায়নি। তারাও নগরের বিএনপি’র একজন শীর্ষ নেতার ঘনিষ্ঠ বলে জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ওই গার্মেন্টসের সামনে উত্তেজনা ও বিশৃংখলার খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নওরোজ/এসএইচ