খালাস পেলেন তারেক রহমানের পিএস অপু
- Update Time : ০৫:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ১২ Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূরউদ্দিন অপু সন্ত্রাসবিরোধী আইনের মামলায় খালাস পেয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে তাকে খালাস দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের তথ্যানুযায়ী, মামলাটি সত্য নয়। ২০১৮ সালের নির্বাচনের আগে সাবেক ছাত্রদল নেতা ও শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী নুরউদ্দিন অপুসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন র্যাব-৩ এর তৎকালীন ডিএডি ইব্রাহিম হোসেন। দোষ প্রমাণিত না হওয়ায় অপুকে জামিন দিয়েছে আদালত।
আইনজীবীদের মতে, রাজনৈতিক প্রতিহিংসাবশত করা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। অসুস্থতার কারণেও তাকে জামিন দেওয়া হয়নি। অবশেষে ট্রাইব্যুনাল তাকে জামিন দেয়। তিনি ৬ বছর ৭ মাস বন্দী ছিলেন। গত ৬ আগস্ট জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হন তিনি।
আইনজীবীরা আরও বলেন, কথিত মানি লন্ডারিং ও নিবর্তনমূলক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে হত্যার ষড়যন্ত্র করা হয় তাকে। এই মিথ্যা মামলার কোনটিই প্রমাণ করতে পারেনি আদালত।
নওরোজ/এসএইচ