৭ নভেম্বর জাতীয় জীবনের ঐতিহাসিক অবিস্মরণীয় দিন: তারেক রহমান
- Update Time : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৭ Time View
আগামীকাল ৭ নভেম্বর। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি জাতীয জীবনের ঐতিহাসিক অবিস্মরণীয় দিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে বিভিন্ন খাতে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে পারে তা নিশ্চিত করতে সংস্কার অপরিহার্য। তবুও তিনি জোর দিয়েছিলেন যে দেশের সাধারণ নাগরিকদের জীবনযাত্রার উন্নতির মধ্যে সত্যিকারের সংস্কার অবশ্যই হওয়া উচিত।
তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কাজ শুরু করার পর আমি বিশ্বাস করি, লাখ লাখ বাংলাদেশির উন্নত জীবনযাপনে সক্ষম করা, তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগ্রত করা এবং দেশব্যাপী অর্থবহ পরিবর্তন আনার জন্যই সংস্কার হওয়া উচিত।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র হচ্ছে। আর একদিনপরই সরকারের তিন মাস পূর্ণ হচ্ছে। একটি সরকারের জন্য এটি খুব বেশি সময় নয় কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে অনেকের তিন মাসই তিন বছর। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা খুবই জরুরী।
তারেক রহমানের সংস্কারের দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, নারী, শিশু ও সংখ্যালঘুদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করা, জননিরাপত্তা নিশ্চিত করা, পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষার উন্নতি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়