ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৭৬ Time View

স্পেনে ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেলেনসিয়া অঞ্চল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভ্যালেন্সিয়ায় নিখোঁজদের অনুসন্ধান এবং জীবিতদের সহায়তা করার জন্য প্রায় ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

গত সোমবার শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। এছাড়া কাঁদায় ঢাকা পড়েছে অনেক শহর। ফলে অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বাসিন্দারা খাবার, পানি ও বিদ্যুৎ সংকটে রয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, উদ্ধারকর্মীদের জন্য রাস্তাগুলো খালি রাখতে সপ্তাহান্তে ভ্যালেন্সিয়া অঞ্চলে চলাচল সীমিত রাখা হবে। ভ্যালেন্সিয়া শহর থেকে হাজার হাজার মানুষ আশেপাশের গ্রামীণ এলাকায় গিয়ে খাবার ও সহায়তা সামগ্রী পৌঁছানো এবং পরিচ্ছন্নতা কাজে সহায়তা করছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে শনিবার মধ্যরাত থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভ্যালেন্সিয়া মহানগর এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

স্পেনে ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেলেনসিয়া অঞ্চল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভ্যালেন্সিয়ায় নিখোঁজদের অনুসন্ধান এবং জীবিতদের সহায়তা করার জন্য প্রায় ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

গত সোমবার শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলের ব্রিজ ধ্বংস হয়ে গেছে। এছাড়া কাঁদায় ঢাকা পড়েছে অনেক শহর। ফলে অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বাসিন্দারা খাবার, পানি ও বিদ্যুৎ সংকটে রয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, উদ্ধারকর্মীদের জন্য রাস্তাগুলো খালি রাখতে সপ্তাহান্তে ভ্যালেন্সিয়া অঞ্চলে চলাচল সীমিত রাখা হবে। ভ্যালেন্সিয়া শহর থেকে হাজার হাজার মানুষ আশেপাশের গ্রামীণ এলাকায় গিয়ে খাবার ও সহায়তা সামগ্রী পৌঁছানো এবং পরিচ্ছন্নতা কাজে সহায়তা করছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে শনিবার মধ্যরাত থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভ্যালেন্সিয়া মহানগর এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

নওরোজ/এসএইচ